রাজশাহীতে গুড়ি গুড়ি বৃষ্টি
আপডেটঃ ৪:২২ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১০, ২০২২
নিউজ ডেস্কঃ
মাঘের একেবারে শেষ দিকে এসে রাজশাহীতে ফের বৃষ্টির হানা দিয়েছি।এতে করে বেড়েছে শীতের তীব্রতা।বুধবার দিবাগত রাত ১২টার দিকে প্রথমে গুড়ি গিুড়ি বৃষ্টি শুরু হয়।এর পর বৃহস্পতিবার ভোর থেকে আবারও বৃষ্টি হতে শুরু করে।তবে একেবারে অল্প পরিমাণের এ বৃষ্টিতে আলুর কিছুটা ক্ষতি হবে বলে মনে করছেন কৃষকরা।তবে উপকার হবে আম, পেঁয়াজসহ অন্যান্য ফসলের।রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, রাজশাহীতে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।এছাড়াও বৃষ্টির কারণে শীতের তীব্রতা বাড়লেও আবহাওয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।আজ দিনভর আকাশ মেঘলা থাকবে।সেই সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।এদিকে নগরীর রিকশা চালক হযরত আলী বলেন, বৃষ্টি খুবই কম হচ্ছে।কিন্তু যেটুকু হচ্ছে-তাতেই শীত বাড়িয়ে দিয়েছে।শীতের মধ্যে বৃষ্টিতে গাড়ি চালাতেও কষ্ট হচ্ছে।দুর্গাপুরের কৃষক নজরুল ইসলাম বলেন, বৃষ্টিতে আলুর কিছুটা ক্ষতি হবে।অনেকই পাকা আলু তুলতে পারবেন না।তাতে আলুতে দাগ সৃষ্টি হবে।তবে ধান, পেঁয়াজ, আমসহ অন্যান্য ফসলের লাভ হবে।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ, রাজশাহী।