সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির কর্মীকে হত্যা

আপডেটঃ ৫:২৮ অপরাহ্ণ | নভেম্বর ০৭, ২০২১

নিউজ ডেস্কঃ

রাজশাহী প্রতিনিধি:- রাজশাহী মহানগরীতে দুর্বৃত্তের হামলায় ওয়ার্কার্স পার্টির এক কর্মী খুন হয়েছেন।গত শনিবার -রাত ৯টার দিকে নগরীর রাণীনগর সিটি হাসপাতাল এলাকায় নিহতের বাসায় ঢুকে ছুরিকাঘাত করে খুন করা হয়।নিহত ওই যুবকের নাম পিয়ারুল ইসলাম পিরু (৩৫)।তার বাবার নাম মৃত কোরবান আলী।তার বাসা রাণীনগর এলাকায়।সে ওয়াকার্স পার্টির ২৫ নম্বর ওয়ার্ডের কর্মী ছিলেন।নিহত পিরুর পরিবারের বরাত দিয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ নিবারন চন্দ্র বর্মন বলেন, শনিবার সন্ধ্যায় এলাকার কিছু যুবকের সাথে কথা কাটাকাটি হয়।এরপর পিরু বাড়িতে চলে আসেন।রাত ৯টার দিকে কয়েকজন যুবক বাড়িতে ঢুকে পিরুর পেটে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।এরপর ঘটনাস্থলে পিরুর মৃত্যু হয়।তিনি আরো বলেন, এ ঘটনার পর শিমুল নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পিরুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।তার শরীরের বিভিন্ন স্থানে চুরিকাঘাতের চিহ্ন রয়েছে।ঘটনাস্থলে সিআইডির একটি দল হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করছে।

ঘটনার রাতেই থানায়  মামলা মামলা হয়েছে।ওসি বলেন, খুনের প্রকৃত কারণ তদন্তে বেরিয়ে আসবে।জড়িতদের আইনের আওতায় আনতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।