সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে ঈদ সামগ্রী দিয়ে অন্ধ ও প্রতিবন্ধীদের মুখে হাসি ফোটালেন পুলিশ কমিশনার

আপডেটঃ ২:৫১ অপরাহ্ণ | এপ্রিল ৩০, ২০২২

নিউজ ডেস্কঃ

আরএমপি নিউজ: মানুষ মানুষের জন্য একথা ভুলে যাননি আরএমপি পুলিশ কমিশনার।ঈদ উপলক্ষে রাজশাহী মহানগরীর যানজট নিরসন-সহ আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে অহর্নিশ চেষ্টা করে চলছেন তিনি।

শত ব্যস্ততার মাঝেও ভুলে যাননি নগরীর অন্ধ ও প্রতিবন্ধীদের কথা।তাইতো তাদের মুখে হাসি ফোটাতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন তিনি।

২৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৫ টায় আরএমপি পুলিশ লাইন্সে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জাতীয় অন্ধ সংস্থা, প্রতিবন্ধী নারী অধিকার বিকাশ সংস্থা, রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ৩০১ জন অন্ধ ও প্রতিবন্ধীকে আরএমপি’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আবু কালাম সিদ্দিক মহোদয়।

এসময় পুলিশ কমিশনার বলেন, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ডে আরএমপি সবসময় মানুষের পাশে রয়েছে।ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক) জনাব মো: সাইফুদ্দিন শাহীন-সহ আরএমপি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।