সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে ইউপি চেয়ারম্যান সহ গ্রেপ্তার -৩

আপডেটঃ ৭:১৩ অপরাহ্ণ | মার্চ ২৪, ২০২২

নিউজ ডেস্কঃ

রাজশাহী:-রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে হামলার ঘটনায় পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাজশাহী নগরের শিরোইল বাসস্ট্যান্ড এলাকা থেকে মেরাজকে গ্রেপ্তার করে বাঘা থানা পুলিশ।এর আগে তিনি ওই ঘটনা তুলে ধরে ফেসবুকে একটি পোস্ট করেন।মেরাজ রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলার ৩নং পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।তার বাড়ি ইউনিয়নের কিশোরপুর গ্রামে।মেরাজকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বলেন, গত ২১ মার্চ আওয়ামী লীগের সম্মেলনে হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় থানায় দুইটি মামলা হয়েছে।এ মামলায় ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত অপর দুজন হলেন আওয়ামী লীগ কর্মী সাওন ও কাউন্সিলর জুবান।তিনি আরো বলেন, বৃহস্পতিবার সকালে বাস যোগে মেরাজ রাজশাহী ছাড়ছেন এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় বাঘা থানা পুলিশ নগরের শিরোইল বাস স্ট্যাড এলাকায় অভিযান চালায়।এ সময় তাকে ঢাকা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে বাঘা থানার দুইটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।প্রসঙ্গত, গত ২১ মার্চ বাঘা শাহদৌলা সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলীর সমর্থকেরা মঞ্চের সামনে ‘আক্কাস ভাই, আক্কাস ভাই’ বলে স্লোগান দেন।

এ সময় আক্কাসকে কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন উত্তেজিত হয়ে আক্কাসকে তুই সম্নন্ধন করে পেছনে যেতে বলেন।এতে আক্কাসও ক্ষিপ্ত হয়ে উঠে কামাল হোসেনকে তুই সম্বোধন করে কথা বলেন।পরে কেন্দ্রীয় নেতাদের সামনেই দুই পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।এ ঘটনায় বাঘা থানায় পৃথক দুটি মামলা হয়।

দুই মামলায় ৮২ জনের নাম উল্লেখ করে ৭০০ জনকে আসামি করা হয়েছে।এদিকে, সম্মেলনে হামলার জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় ও বুধবার সকালে উপজেলার নারায়ণপুর বাজারে ও কিশোরপুর গ্রামে পৃথক দুইটি মারামারির ঘটনা ঘটে।এ ঘটনা দুইজন আহত হন।

আহত ব্যক্তিদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যজনকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় থানায় আরও দুইটি মামলা হয়।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।