সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে আন্তর্জাতিক অনুর্ধ-১৯ ক্রিকেট ম্যাচের ফল বাংলাদেশ জয়ী

আপডেটঃ ৭:৩৪ অপরাহ্ণ | মে ১১, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্টিত আন্তর্জাতিক অনুর্ধ-১৯ ক্রিকেট প্রতিযোগিতায় বৃহস্পতিবার (১১ মে) ১ম দিনের ৩য় ওয়ান্ডে ম্যাচে স্বাগতিক বাংলাদেশ ৪ উইকেটে হারায় সফররত পাকিস্তানকে।টসে হেরে পাকিস্তান ব্যাট করতে নেমে ৪১.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৪ রান।দলের পক্ষে সর্বোচ্চ মির্জাসাদ ৩৫,আরাফাত আহমেদ ২৮ ও আলি আসফান্দ ২৭ রান করেন।বাংলাদেশের পক্ষে রোহানাত উদ্দিন ২০ রানে ৩টি, পারভেজ জীবন ৩০ রানে ২টি ও ইকবাল হাসান ৩৭ রানে ৩টি উইকেট নেন।বাংলাদেশ ১৫৫ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ২৬ ওভারে ৬ উইকেট হারিয়ে টার্গেট পূর্ন করে(১৫৫) রান। দলের পক্ষে সর্বোচ্চ আদিল বিন সিদ্দিক ৩৬,মাজহারুল ইসলাম ২১,জিসান আলম ২৪ ও সিহাব জেমস ২৭ রান করেন।

এছাড়াও মাহুজুর রাব্বি ৮ ও পারভেজ জবিন ১৩ রানে অপরাজিত থাকে।পাকিস্তানের পক্ষে আলমা খান ৩৬ রানে ২টি উইকেট নেন।এছাড়াও আরাফাত আহমেদ ১৬, আমির হোসেন ৪৬ ও আি আসফান্দ ২৭ রানে ১টি করে উইকেট নেন।শুক্রবার বিরতী।আগামী শনিবার ২য় দিনে ৪র্থ ম্যাচ অনুষ্টিত হবে।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।