সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে অপহরণ করে মুক্তিপন আদায়, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

আপডেটঃ ২:৩৮ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৫, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহীতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ অপহরণ করে মুক্তিপন আদায় চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।২৪ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে নগরীর হেঁতেমখা এলাকার একটি দুইতলা বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।২৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরে এ নিয়ে নগর গোয়েন্দা পুলিশের কার্যায়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর বোয়ালিয়া মডেল থানার হেতেমখাঁ এলাকার জোয়াদুল আহাদ খান ফারুকের ছেলে আরেফিন আহাদ খান সানি (৪২), আজাদ আলীর ছেলে মোস্তাক আহম্মেদ ফাহিম (২২), নুরুজ্জামানের ছেলে পারভেজ (২৭) ও চন্দ্রিমা থানার মেহেরচন্ডি এলাকার আলম সরকারের ছেলে সাব্বির সরকার (২৫)।

রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপ-কমিশনার আল মামুন জানান, গ্রেপ্তাকৃতরা বিভিন্ন সময় নানা শ্রেণিপেশার মানুষকে অপহরণ করে দেশিয় অস্ত্র প্রর্দশের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ দাবি করতো।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি অপহরণ ও একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।তিনি আরো বলেন, গত ১২ ফেব্রুয়ারি লোকনাথ স্কুলের সামনে থেকে দেলোয়ার হোসেন নামের জনৈক এক ব্যক্তিকে তারা কৌশলে অপহরণ করে সানির বাড়িতে নিয়ে যায়।

এর পর সেখানে তাদের টর্চারসেলে দেলোয়ারকে নির্যাতন করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে দুই লাখ টাকা মুক্তিপন দাবি করা হয়।পরে পরিবারের সদস্যদের কাছ থেকে ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে ৫০ হাজার টাকা দিয়ে মুক্তিপন।

মুক্তি পেয়ে দেলোয়ার বিষয়টি পুলিশকে জানায়।এছাড়া চলতি মাসেই তারা একইভাবে ৪ জনকে অপহরণ করে মুক্তিপন আদায় করেছে বলেও জানান পুলিশ কর্মকর্তা আল মামুন।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।