রবিবার ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজনৈতিক দলগুলোকে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান: জামায়াত আমির

আপডেটঃ ১১:২৪ পূর্বাহ্ণ | জানুয়ারি ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ড. শফিকুর রহমান রাজনীতিবিদদের প্রতি সমাজবিরোধী কর্মকাণ্ড পরিহার করার আহ্বান জানিয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের গৌর-এ-শহীদ বড় ময়দানে আয়োজিত ‘কর্মী সম্মেলন-২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ড. শফিকুর রহমান বলেন, “ক্ষমতা দেওয়া ও কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। রাজনীতি যারা করেন, তাদের উচিত শহীদদের রক্ত ও ত্যাগী মানুষের প্রতি সম্মান জানানো। চাঁদাবাজি, দখলবাণিজ্য, ঘুষ এবং মানুষের ওপর জুলুম বন্ধ করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে কোনো উন্নয়ন অর্থবহ হবে না।”তিনি সরকারের সমালোচনা করে বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রমে বাধা দিয়ে সরকার জনগণের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। উন্নয়নের নামে দুর্নীতি ও লুটপাট চলছে। আমরা মানবিক বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি, যেখানে ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠিত হবে।”সম্মেলনে তিনি ২০২৪ সালের রাজনৈতিক পরিস্থিতি এবং গণআন্দোলনের হতাহতদের পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, “গত বছর ৩৪ হাজার মানুষ আহত হয়েছেন, ৫০২ জন অন্ধ হয়ে গেছেন এবং শতাধিক ব্যক্তি চিরতরে পঙ্গু হয়েছেন। তাদের প্রতি সহমর্মিতা দেখানো আমাদের নৈতিক দায়িত্ব।”

ড. শফিকুর রহমান রাজনৈতিক দলগুলোকে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা জাতিকে ঐক্যবদ্ধ দেখতে চাই। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজের পাশে আছি।”উত্তরবঙ্গে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় জামায়াতের ভূমিকা নিয়েও তিনি আলোচনা করেন। বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার এবং নিতাই চন্দ্র দেবনাথ জামায়াতের ভূমিকাকে ইতিবাচক উল্লেখ করে বলেন, “২০২৪ সালের আন্দোলনে জামায়াত আমাদের পাশে ছিল। তারা আমাদের নিরাপত্তা দিয়েছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে।”

সম্মেলনে দিনাজপুর জেলা জামায়াতের সভাপতি অধ্যক্ষ মো. আনিসুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনাজপুরসহ উত্তরবঙ্গের গণআন্দোলনের হতাহত পরিবারের সদস্য এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।ড. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য একটি মানবিক সমাজ গড়ে তোলা, যেখানে চুরি, খুন, ধর্ষণ থাকবে না।বৈষম্যহীন একটি দেশ গড়তে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।”

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।