রহমতের বৃষ্টি হয়েছে দিনাজপুরে
আপডেটঃ ১২:১৩ অপরাহ্ণ | জুন ০৮, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর সদর উপজেলায় বৃষ্টির আশায় মহান আল্লাহ তায়ালার নিকট বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ আদায় ও বিশেষ মোনাজাত করেছেন স্থানীয়রা।বুধবার (৭ জুন) সকাল ৭.৩০ মিনিটে উপজেলার ১ নম্বর চেহেলগাজী ঈদগাহ মাঠে নামাজ আদায় করা হয়।এ সময় নামাজে ইমামতি করেন বড়ইল মাদরাসার ইমাম আবদুল কাউয়ুম।নামাজ আদায়ের ঠিক ৯ ঘণ্টার পর ওই দিনেই আনুমানিক বিকেল ৪ টার সময় রহমতের বৃষ্টি শুরু হয়।দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্র থেকে জানা যায়, বুধবার দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।আর মঙ্গলবার রেকর্ড করা হয় ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।আয়োজক কমিটির পক্ষ থেকে কামরুল ইসলাম কামাল জানান, আমরা কয়েকজন মুরুব্বি ও ইমামদের সঙ্গে আলোচনা করেছি, যে বৃষ্টির আশায় সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করব।পরে সবার সম্মতিতে বুধবার সকালে নামাজ আদায় করলাম।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।