সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রহনপুর-চাঁ: নবাবগঞ্জ-রাজশাহী রুটে বন্ধ ট্রেন গুলো চালু করা হোক

আপডেটঃ ৯:১৭ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২২, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- তৎকালীন চাঁপাই-নবাবগঞ্জ মহকুমা বাসী ট্রেন যোগে বিভাগীয় জেলা শহর রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়া আসা করতেন।ঘুম ভাঙলেই শুনা যেত স্টিম ইঞ্জিনের হুস হাস শব্দ আর হুইসেল।১৯৬৯ সালের দিকে এই রুটে চলাচল শুরু হয় মেইল ট্রেনে ডিজেল ইঞ্জিন।এখন সবই অতীত।চাঁপাই-নবাবগঞ্জ জেলা বাসী তথা শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট, চাঁপাই-নবাবগঞ্জ সহ রাজশাহী জেলার তানোর, গোদাগাড়ী উপজেলার এবং নওগাঁ জেলার পোরশা, নিয়ামত পুর উপ-জেলার প্রান্তিক জন-গোষ্ঠীর চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে ট্রেন যোগে জেলা শহর চাঁপাই-নবাবগঞ্জ, বিভাগীয় শহর রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচল করতেন।গরীব ছাত্ররা যাদের শহরে থাকার মতো আর্থিক সঙ্গতি না থাকার কারণে তারা ট্রেন যোগে স্কুল কলেজ যাতায়াত করতো।সেই যোগাযোগের মাধ্যম ৫৬৩ নং ট্রেন, ৫৮২ নং ট্রেন, ৫৬৬ নং ট্রেন, ৫৬৫ নং ট্রেন, ৫৮৩ নং ট্রেন, ৫৮৪ নং ট্রেন এবং ৫৬৪ নং ট্রেন গুলো করোনা কালীন সময় থেকে বন্ধ আছে।

৫৬৩ নং ট্রেন টি ঈশ্বরদী থেকে রহনপুর আসার পরে উক্ত ট্রেনটি  উল্লেখিত ট্রেন নম্বর ধারণ করে রহনপুর, আমনুরা, চাঁপাই-নবাবগঞ্জ রাজশাহীর মধ্যে দিনের বেলা চলাচল করে সন্ধ্যা ৭ টার সময় ৫৬৪ নং ট্রেন হয়ে রহনপুর স্টেশন থেকে রাজশাহী হয়ে ঈশ্বরদী ফিরে যেতো।৫৬৩ নং ট্রেন টি বন্ধ করে দেয়ার পরে অদ্যবধি চালু না করাই এই অঞ্চলের মানুষের চলাচলের চরম অসুবিধা হচ্ছে।

এছাড়া রাজশাহী-চাঁপাই-নবাবগঞ্জের মধ্যে সাটল-১, সাটল-২, সাটল-৩,সাটল-৪ এই ট্রেন টি আন্তঃনগর ট্রেনের সংযোগ হিসেবে চলাচল করতো।এই ট্রেনটিও করোনা কালীন সময় থেকে বন্ধ  আছে।ঢালার চর ট্রেনটি রাজশাহীতে এসে দীর্ঘ সময় অবস্থান করে।

ট্রেনটি রাজশাহী স্টেশনে বসিয়ে না রেখে, চাঁপাই-নবাবগঞ্জ পর্যন্ত চলাচল করলে চাঁপাই-নবাবগঞ্জ, তানোর, গোদাগাড়ি এলাকার মানুষেরা যোগাযোগের মাধ্যম পেতেন।এতে করে অত্র অঞ্চলের প্রান্তিক খেটে খাওয়া জনগোষ্ঠির চলাচলের শুবিধা হত।পাশাপাশি রেলওয়ের রাজস্ব আয়ও বৃদ্ধি পেতো।

অত্র অঞ্চলের প্রান্তিক খেটে খাওয়া জনগোষ্ঠির চলাচলের মাধ্যম হিসেবে ট্রেন গুলো চালু কর অতিব প্রয়োজন এবং প্রাণের দাবি।মাননীয় প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী সহ পশ্চিম অঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষের বরেন্দ্র অঞ্চলের মানুষের চলাচলের সুবিধার্থে ট্রেন গুলো পুনারায় চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন এই প্রত্যাশা এই অঞ্চলের সকল মানুষের।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।