রমযানুল মোবারাকঃ আজ ও আগামীকালের সেহেরী ও ইফতারের সময়সূচী: ২০২২
আপডেটঃ ৩:৪৬ অপরাহ্ণ | এপ্রিল ২৩, ২০২২
নিউজ ডেস্কঃ
“বিস্ মিল্লাহির রাহমানির রাহীম”।
“এবং যখন তারা মু‘মিনদের সাথে মিলিত হয়, তখন তারা বলেঃ আমরা বিশ্বাস স্হাপন করেছি, এবং যখন তারা নিজেদের দলপতি ও দুষ্ট নেতাদের সাথে গোপনে মিলিত হয় তখন তারা বলেঃ আমরা তোমাদের সঙ্গেই আছি।আমরাতো শুধু ঠাট্টা বিদ্রুপ ও প্রহসন করে থাকি”।
আল কুরআনঃ সুরাঃ বাকারাঃ আয়াত- ১৪।
আজ শনিবার, ২১ রমজান, ১৪৪৩ হিজরিঃ ১০ বৈশাখ, ১৪২৯ বাংলাঃ ২৩ এপ্রিল, ২০২২ ইংরেজী।
ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার আজ ও আগামী কালের সেহেরী ও ইফতারের সময়সূচী:
আজকের সেহেরীর শেষ সময় ছিলঃ ০৪-০৬ এ এম।
ইফতারঃ ০৬. ২৭ পি এম।
আগামীকাল রবিবার সেহেরেীর শেষ সময়ঃ ০৪. ০৫ এ এম।
ইফতারঃ ০৬. ২৮ পি এম।
IPCS News : Dhaka :