সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রক্ত দিয়ে কেনা স্বাধীনতা দিল্লির কাছে আত্মসমর্পণের জন্য নয়: রিজভী

আপডেটঃ ১০:৪৩ পূর্বাহ্ণ | ডিসেম্বর ১১, ২০২৪

নিউজ ডেস্কঃ

ঢাকা: “রক্ত দিয়ে কেনা স্বাধীনতা পিন্ডির কাছ থেকে ছিনিয়ে এনেছি, দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য নয়,” এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ও ছাত্রদলের লংমার্চ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “আমরা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি।এই স্বাধীনতা আমরা বিক্রি করব না।পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, তা দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য নয়।এ ধরনের আত্মসমর্পণ আমাদের রক্তের চেতনায় নেই।”

তিনি আরও বলেন, “আজ ভারতের সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী একটি ভয়ঙ্কর রক্তপিপাসু নেত্রীকে টিকিয়ে রাখতে সমর্থন দিচ্ছে। অথচ ভারত নিজেকে গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করে। আজকের ভারতের শাসকগোষ্ঠী গোটা বিশ্বে সমালোচিত হচ্ছে। তবে তারা বুঝতে পারেনি যে, বাংলাদেশের মানুষের রক্তের তেজ, আত্মশক্তি এবং বীরত্ব তাদের পরিকল্পনা ব্যর্থ করে দিতে পারে।”

জাতীয়তাবাদী দলের এই নেতা আরও অভিযোগ করেন যে, বর্তমান শাসকগোষ্ঠী দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” উল্লেখ্য, বিএনপির নেতৃত্বাধীন বিভিন্ন অঙ্গসংগঠন এদিন লংমার্চের মাধ্যমে দেশের চলমান পরিস্থিতি ও জনগণের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার অঙ্গীকার করে।

IPCS News : Dhaka :