যে কোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে: হুইপ ইকবালুর রহিম এমপি
আপডেটঃ ৬:১৬ অপরাহ্ণ | অক্টোবর ০১, ২০২২
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, যেকোন মূল্যে মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে ৭১ এর মহান মুক্তিযুদ্ধে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ অংশ নিয়েছিল বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে।কোন একক ধর্মের মানুষের অংশগ্রহনে বাংলাদেশ স্বাধীন হয়নি।শুক্রবার (৩০ সেপ্টেম্বর-২০২২) বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত অসাম্প্রদায়িক বাংলাদেশে আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখতে দিনাজপুর জেলা পর্যায়ে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন।অশুভ শক্তি কোন দিন টিকে থাকতে পারে না।
একজন হিন্দু পরিবারের বাড়িতে আগুন ধরলে পাশের মুসলমান পরিবারের বাড়িতে আগুন ধরবে না, বাতাস কিন্তু তা বলে না।ধর্ম যার যার, উৎসব সবার।দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী’র সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল, পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ পিপিএম-সেবা।
বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, আমাদের সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য ৭৫ এর অসুরেরা এখনও তৎপর।সেই অসুরকে আমাদের চিহ্নিত করতে হবে।যারা দেশের সম্প্রীতি নষ্ট করে তারা ধার্মিক নন।তাদের কোন ধর্ম নেই। তারা ধর্মান্ধ।সম্প্রীতি নষ্টকারী এই ধর্মান্ধদের প্রতিহত করতে হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে।
দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন, রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ, দিনাজপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ মতিউর রহমান কাশেমী, ধর্মপ্রদেশের বিশপ সেবাষ্টিয়ান টুডু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ সুলতানা বুলবুল।
আরো বক্তব্য রাখেন,দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা মোঃ সফিকুল হক ছুটু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, দিনাজপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু প্রমূখ।
IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজপুর।