যুবলীগ নেতাকে জামায়াতের ক্যাডার বলে ফাঁসানোর হুমকি দিলেন পুলিশ কর্মকর্তা
আপডেটঃ ৫:২০ অপরাহ্ণ | মার্চ ২৮, ২০২২
নিউজ ডেস্কঃ
হোটেলে খাবার বিল চাইলে জামাত-শিবিরের ক্যাডার বলে ফাঁসানোর হুমকি দিয়েছেন আরএমপির একজন এসআই।এতে তিনি খান্ত হয়নি ,গালি গালাজসহ গুলি করে মারার ও হুমকি দিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।হুমকি দেয়া তৌফিক নামের ঐ এসআই বর্তমানে রাজশাহী মহানগর পুলিশের চান্দ্রীমা থানার তালামারি ফাঁসির ইনচার্জ।ভুক্তভোগী রাজশাহী মহানগর ২৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পলাশ জানান , তালাইমারি ফাঁড়ির ইনচার্জ এসআই তৌফিক তার ভদ্রামোড়স্ত পলাশ হোটেল এ্যন্ড রেস্টুরেন্টে প্রায় নাস্তাকরে বিল নাদিয়েই চলেযায়।একই ভাবে ২৬ মার্চ কয়েকজন পুলিশসহ নাস্তাকরে হোটেলে বিল না দিয়ে যাবার সময় তার নিকট বিল চাইলে ক্ষিপ্ত হয়ে যায় এবং দেখে নিবো বলে হুমকি দায়ে চলে যায়।পরে তিনি দুপুরে তাকে মোবাইলে কোন দল করো,লিটন না ডাব্লু তোমার নেতা।আমার অনেক উপরে হাত আছে, পুলিশের সাথে লাগোনা খবর আছেসহ নানা হুমকি দেয়(অডিও সংরক্ষিত)।
আবার সন্ধায় তাকে তৌফিক মোবাইল করে বলে তোর ভাড়াটিয়ার এনআইডিসহ বায়োডাটা দিয়ে যান,তা নাহলে জামায়াত শিবিরের ক্যাডার সাজিয়ে আটক করার হুমকি দেন এবং গালি গালাজসহ হুমকি দেন( অডিও সংরক্ষিত)।বিষয়টি মৌখিকভাবে বোয়ালিয়া জোনের ভিসিকে জানালেও ঐ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।
তিনি আক্ষেপ করে বলেন, তৌফিক চন্দ্রিমা থানায় যোগদান থেকেই আইনের পোশাকে বেআইনি কাজ করে আসছে।নিরিহ মানুষজনকে মাদক দিয়ে ফাঁসানো,অসাদাচারন, ফুটপাতের দোকানে চাঁদা আদায়সহ নানা অপকর্ম করে আসছে।হয়রানির ভয়ে কেও প্রতিবাদ করতে সাহস করেনা।তিনি আরো বলেন,স্বাধিন এই দলে স্বাধিনতার পক্ষের সরকার ক্ষমতায়।আর আমরা স্বাধিনতার পক্ষের অগ্রনী সৌনিক।
আমাদেরকে জামায়াতের ক্যাডার বানিয়ে হয়রানির হুমকি দেয়।তা হলে সাধারণ মানুষের সাথে কেমন আচরণ করে তা সবার অনুমেয়।২৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আক্তার আহম্মেদ বাচ্চু বলেন,একজন পুলিশ অফিসারের এমন আচরন সত্যি দুঃখ জনক।ঘটনাটি জানারপর আমি পুলিশ ফাঁড়িতে গেলে আমার সাথেও অসাধারন করেন।
তদন্ত সাপেক্ষ এই পুলিশ কর্মকর্তারা বিচার চান এই নেতা।সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্ম ক্রেতাকে বিষয়টি অবহিত করা হয়েছে,ব্যবস্থা না নিলে তার অত্যাচারের শিকার স্থানীয়দের নিয়ে মানববন্ধন করবেন বলে জানান এই আওয়ামী লীগ নতা।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ, রাজশাহী।