মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র তালেবানের নতুন সরকার নিয়ে উদ্বিগ্নঃ

আপডেটঃ ৩:৪২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৮, ২০২১

নিউজ ডেস্কঃ

তালেবানরা ১৫ আগস্ট কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার প্রায় তিন সপ্তাহ পর অন্তর্বর্তী সরকার গঠন করেছে।যারা মন্ত্রিসভায় স্থান পেয়েছে তারা সবাই পুরুষ এবং তাদের কারো কারো মার্কিন বাহিনীর ওপর হামলার সঙ্গে সম্পৃক্ততা থাকায় নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।মঙ্গলবার তালেবানের সরকার গঠনের ঘোষণার বিষয়টি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট মূল্যায়ন করে দেখছে বলে জানানো হয়।জাতিসংঘের ব্ল্যাকলিস্টে থাকা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেবেন।সেই সাথে মন্ত্রিসভার সদস্য সিরাজুদ্দিন হাক্কানি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেডদের একজন।তালেবানরা বারবার বলেছিল,তারা অন্তর্বর্তীমূলক সরকার গঠন করতে চায়।কিন্তু নতুন সরকারে তাদের এবং তাদের মিত্রদের প্রতিনিধিরা স্থান পেয়েছেন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, আমরা তালেবানের ঘোষিত সরকারের নামগুলো দেখেছি, সেখানে কোনো নারী নেই।যারা পদ পেয়েছেন তারা হয় তালেবানের সদস্য নয়তো তাদের মিত্র গোষ্ঠীর।আমরা মন্ত্রিসভার কয়েকজনের পুরনো ইতিহাস নিয়ে উদ্বিগ্ন।আরও বলা হয়, যুক্তরাষ্ট্র তালেবানকে কথা দিয়ে নয় তাদের কার্যক্রম দিয়ে বিচার করবে।

যুক্তরাষ্ট্র দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেয়।এবং ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান।এর প্রায় তিন সপ্তাহ পর মঙ্গলবার তালেবানরা অন্তর্বর্তী সরকার গঠন করে।খবরঃ ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

IPCS News Report : Dhaka :