সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

যথাযথ মর্যাদায় রাজশাহীতে মহান বিজয় দিবস উদযাপন

আপডেটঃ ৫:১৫ অপরাহ্ণ | ডিসেম্বর ১৬, ২০২১

নিউজ ডেস্কঃ

রাজশাহী প্রতিনিধি :- যথাযথ মর্যাদায় রাজশাহীতে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।প্রথম প্রহরেই রাজশাহী কলেজ শহীদ মিনার, রাজশাহী কোর্ট শহীদ মিনার, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারসহ অন্যান্য শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বীর সন্তাদের প্রতি শ্রদ্দা জানায় বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কলেজের শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়।এর আগে সূর্যর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।সকাল ৮ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ স্মৃতিস্মম্ভে পুষ্পস্বক অর্পণ করেন বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর জেলা প্রশাসক আব্দুল জলিলসহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।এছাড়াও সকাল  ১০ টার  দিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের স্বাধীনতা চত্বরে পুষ্পস্তবক করেন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা।

এছাড়া রেলওয়ে পশ্চিম রাজশাহী, রাজশাহী জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী জেলা আওয়ামী লীগ, জেলা আওয়ামী মহিলালীগ, মহানগর আওয়ামী মহিলালীগ, সৈনিক লীগ ,কৃষক লীগ সহ বিভিন্ন সংগঠন যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেন।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।