ম্যানসিটি বিপর্যস্ত, বার্সেলোনার উড়ন্ত জয়
আপডেটঃ ১১:৪৭ পূর্বাহ্ণ | ডিসেম্বর ১২, ২০২৪
নিউজ ডেস্কঃ
দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ম্যানচেস্টার সিটির। টানা চার মৌসুম প্রিমিয়ার লিগ শিরোপা জয়ী দলটি এবার জয়ের খোঁজেই হাপিত্যেশ করছে।প্রিমিয়ার লিগে ব্যর্থতার পর এবার চ্যাম্পিয়ন্স লিগেও বিপর্যস্ত পেপ গার্দিওলার দল।জুভেন্টাসের বিপক্ষে ২-০ গোলে হেরে খাদের কিনারায় চলে গেছে সিটি।তুরিনে জুভেন্টাসের হয়ে গোল দুটি করেছেন দুসান ভ্লাহোভিচ ও ওয়েসটন ম্যাককেনিয়ে।
এই হারে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ৬ ম্যাচ খেলে ম্যানসিটির সংগ্রহ মাত্র ৮ পয়েন্ট।অবস্থান ২২ নম্বরে, যেখানে প্লে-অফে জায়গা পেতে হলে থাকতে হবে অন্তত শীর্ষ ২৪-এ।সিটির জন্য পরবর্তী দুই ম্যাচ হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই।এগুলোতে জয় না এলে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হতে পারে তাদের।অন্যদিকে, জুভেন্টাসের এই জয়ে তারা উঠে এসেছে ১৪ নম্বরে।৬ ম্যাচে ৩টি জিতেছে তারা।
অন্যদিকে, ইদুনা পার্কে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে বার্সেলোনা।রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলের জয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।ম্যাচের প্রথমার্ধে গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে বার্সেলোনাকে এগিয়ে দেন রাফিনিয়া।তবে ডর্টমুন্ডের হয়ে সেরহো গুইরাসি পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান।এরপর ফেরান তরেসের গোল বার্সাকে আবার এগিয়ে দেয়, যদিও গুইরাসি দ্রুতই ডর্টমুন্ডের পক্ষে আরেকটি গোল করে সমতা ফেরান।তবুও বার্সা দমে যায়নি।৮৫ মিনিটে ফেরান তরেসের দ্বিতীয় গোল ম্যাচটি বার্সার পক্ষে নিয়ে যায়।
এই জয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বার্সেলোনা টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ১৮, আর তৃতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ১২।সবশেষ ম্যাচে আর্সেনাল মোনাকোকে ৩-০ গোলে পরাজিত করেছে।
IPCS News : Dhaka :