সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মোহাম্মদপুরে গাঁজাসহ দুইজন গ্রেফতার

আপডেটঃ ৪:১৭ অপরাহ্ণ | মার্চ ০৫, ২০২২

নিউজ ডেস্কঃ

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মোহাম্মদপুর থানা পুলিশ।গ্রেফতারকৃতদের নাম মোঃ রাসেল ওরফে মাউরা রাসেল ও মোঃ মাসুদ রানা।শুক্রবার (৪ মার্চ ২০২২) রাত ১০:৫০ টায় মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পের সামনে পাকা রাস্তার উপর থেকে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ তোফাজ্জল হোসেন ডিএমপি নিউজকে জানান, থানা এলাকায় মোবাইল ডিউটিতে থাকা একটি টিম সংবাদ পায় যে, মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পের কামাল বিরিয়ানি নামক দোকানের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর সময় রাসেল ও মাসুদ নামের দুইজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।তাদের নিকট থেকে উদ্ধার করা হয় দুই কেজি একশত গ্রাম গাঁজা।মোহাম্মদপুর থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

মোহাম্মদপুরে গাঁজাসহ দুইজন গ্রেফতার

IPCS News : Dhaka : ডি এম পি মিডিয়া সেল।