রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মোহনগঞ্জে বিজয় দিবস উপলক্ষে আশার ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেটঃ ২:১১ অপরাহ্ণ | ডিসেম্বর ১৮, ২০২৪

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।পাশাপাশি শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিভিন্ন ওষুধপত্র  দেওয়া হচ্ছে।আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে পৌর-শহরের আল-মবিন রোডে অবস্থিত আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে দিনব্যাপী বিনামূল্যে  এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্প উদ্বোধন করেন আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মো. আরিফুজ্জামান খান।এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মারুফ উল আলম তালুকদার, ডা. তাসনিয়া খানম, আশার রিজওনাল ম্যানেজার আবু তাহের, সাংবাদিক এম এস দোহা, কামরুল ইসলাম রতন, শিক্ষক মাহবুবুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমল সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আশা মোহনগঞ্জ সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মো. আরিফুজ্জামান খান জানান, আমাদের এই স্বাস্থ্য কেন্দ্র পুরোপুরি অলাভজনক।মানুষকে সেবা দেওয়ার জন্যই আশা এই উদ্যোগ গ্রহণ করেছে।এখানে উন্নতমানের যন্ত্রপাতি, বিশেষজ্ঞ চিকিৎসকসহ বিভিন্ন বিষয়ে এক্সপার্টরা রয়েছেন।

এই স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন রোগের ট্রিটমেন্ট ও পরীক্ষা নিরীক্ষাসহ সবকিছুই নামমাত্র মূল্যে করা হয়।তিনি আরও জানান, জাতীয় বিভিন্ন দিবসে বরাবরই আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকি।এবার বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি।এছাড়া এখানে প্রতিদিন নামমাত্র মূল্যে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।