সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মোট আটক ৪০ জন ও মাদক দ্রব্য উদ্ধার

আপডেটঃ ৭:৩৬ অপরাহ্ণ | মার্চ ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (০৮-০৩-২০২৩ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৪০ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৪ জন, তানোর থানা ০৭ জন, মোহনপুর থানা ০৩ জন, বাগমারা থানা ০৫ জন, দুর্গাপুর থানা ০৪ জন, পুঠিয়া থানা ০৫ জন, চারঘাট মডেল থানা ০৮ জন, বাঘা থানা ০৩ জন ও ডিবি পুলিশ ০১ জনকে আটক করে।যার মধ্যে ১৮ জন ওয়ারেন্ট ভুক্ত আসামি, ১৯ জনকে মাদকদ্রব্যসহ ০৩ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।তানোর থানা পুলিশ ১নং মোঃ আনারুল ইসলাম (৪২) কে ১৫২লিটার চোলাই মদসহ আটক করে।বাগমারা থানা পুলিশ ১নং মোঃ শহিদুল ইসলাম (৪৯), ২নং মোঃ জিন্নাত মন্ডল (২৯) ও ৩নং মোঃ আনিসুর রহমান পিয়াদা ওরফে শিরিন (৩২) কে ২৫পিচ ইয়াবাসহ আটক করে।

দুর্গাপুর থানা পুলিশ ১নং মোঃ সবুজ আলী (৩৪), ২নং মোঃ আবু সাঈদ (৪১) ও ৩নং মোঃ সুমন ইসলাম (২১) কে ০৫.৫০গ্রাম হেরোইন ও ১৩পিচ ইয়াবা, ৪নং মোঃ মিজানুর রহমান (২৩) কে ০১গ্রাম হেরোইনসহ আটক করে।পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ জাহাঙ্গীর হোসেন (৫৫), ২নং মোঃ শরিফুল ইসলাম (৩২), ৩নং মোঃ জিন্নাত আলী (৫৯) ও ৪নং মোঃ আলম সরদার (৩৪) কে ৫০গ্রাম গাঁজাসহ আটক করে।

চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ শরিফ (৪১) ও ২নং মোঃ রতন (২৭) কে ১০গ্রাম হেরোইন ও ১০০পিচ ইয়াবা, ৩নং মেজবাহ রায়হান ওরফে জিসান (২১) ও ৪নং মোঃ রঞ্জু ইসলাম (২৩) কে ৫০পিচ ইয়াবা ও ১৯পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে।

বাঘা থানা পুলিশ ১নং শ্রী মিলন মালাকার (২৯) ও ২নং মোঃ আব্দুস সালাম (৩৫) কে ৩০গ্রাম হেরোইনসহ আটক করে।ডিবি পুলিশ রাজশাহী কর্তৃক গোদাগাড়ী থানা এলাকা হতে ১নং মোঃ ইনজামুল হক নিরব (২৪) কে ১০০গ্রাম হেরোইনসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

IPCS News : Dhaka : পুলিশ সুপার : রাজশাহী।