সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মোট আটক ৩৫ জন ও মাদক-দ্রব্য উদ্ধার

আপডেটঃ ২:৫১ অপরাহ্ণ | অক্টোবর ০৯, ২০২২

নিউজ ডেস্কঃ

গত ২৪ ঘন্টায় (০৯-১০-২০২২ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৩৫ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ১২ জন, তানোর থানা ০২ জন, বাগমারা থানা ০৭ জন, দুর্গাপুর থানা ০২ জন, পুঠিয়া থানা ০২ জন, চারঘাট মডেল থানা ০৫ জন ও বাঘা থানা ০৫ জনকে আটক করে।যার মধ্যে ০৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৬ জনকে মাদক দ্রব্যসহ ১০ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ মনিরুল ইসলাম (৪০) কে ২০গ্রাম হেরোইন, ২নং মোঃ ইব্রাহিম আলী ওরফে আনসার (৪৩) কে ১০৫পিচ ইয়াবা, ৩নং সাহেব টুডু (৫০) কে ৫০লিটার চোলাই মদসহ আটক করে।তানোর থানা পুলিশ ১নং শ্রী হাবিল সরেন (৪০) কে ৭৫লিটার চোলাইমদ ও ২নং শ্রী বাবলু হেমরম (৩০) কে ১০লিটার চোলাই মদসহ আটক করে।

বাগমারা থানা পুলিশ ১নং মোঃ আকরাম হোসেন (৩০) ও ২নং মোঃ সামছুল আলম (৪৬) কে ২০গ্রাম হেরোইন, ৩নং মোঃ ইসরাফিল হোসেন (৩২) কে ২২পিচ ইয়াবা, ৪নং মোঃ রেজাউল করিম (৩১) ও ৫নং মোঃ আলমগীর হোসেন (৩০) কে ৫০গ্রাম গাঁজাসহ আটক করে।

দুর্গাপুর থানা পুলিশ ১নং মোঃ দুলাল দোলন (৪৮) কে ১৫০গ্রাম গাঁজাসহ আটক করে।পুঠিয়া থানা পুলিশ ১নং রাসেল হাজদা (২৫) কে ০১টি গাঁজার গাছসহ আটক করে।চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ দাউদ আলী (৫৫) কে ২০০গ্রাম গাঁজা, ২নং মোসাঃ শারমিন আক্তার (৪০) ও ৩নং মোঃ আবুল বাসার (২৯) কে ০৩গ্রাম হেরোইন এবং ৪০পিচ ইয়াবাসহ আটক করে।

বাঘা থানা পুলিশ ১নং মোঃ রায়হান আলী (২৮) কে ২৫০গ্রাম গাঁজাসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

IPCS News : Dhaka : মোঃ ইফতে খায়ের আলম :
অতিরিক্ত পুলিশ সুপার : রাজশাহী।