মোট আটক ৩১ জন ও মাদকদ্রব্য উদ্ধার
আপডেটঃ ৪:৩২ অপরাহ্ণ | মার্চ ০৫, ২০২২
নিউজ ডেস্কঃ
গত ২৪ ঘন্টায় (০৫-০৩-২০২২ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৩১ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৭ জন, তানোর থানা ০৬ জন, মোহনপুর থানা ০৫ জন, বাগমারা থানা ০১ জন, দুর্গাপুর থানা ০১ জন, পুঠিয়া থানা ০৮ জন ও চারঘাট মডেল থানা ০৩ জনকে আটক করে।যার মধ্যে ০৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৩ জনকে মাদকদ্রব্যসহ ১০ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।তানোর থানা পুলিশ ১নং মোঃ আজিজুল ইসলাম @ বাচ্চু(৩৩) কে ০২গ্রাম হেরোইন, ২নং শ্রী বিজয় টুডু(৩৭) কে ১০লিটার চোলাইমদ, ৩নং অনিল টুডু(৪৭) কে ১০লিটার চোলাইমদ ও ৪নং মোঃ মামুনুর রশিদ @ মামুন(৩২) কে ১০লিটার চোলাইমদসহ আটক করে।
মোহনপুর থানা পুলিশ ১নং জোসনা(৩০) কে ১৮লিটার চোলাইমদ, ২নং মোঃ ইয়াকুব আলী @ মিলন(৩২), ৩নং মোঃ মুকলেছুর রহমান(৪৩), ৪নং মোঃ আজাহার আলী(৫৪) ও ৫নং মোঃ আতিকুর রহমান(২২) কে ১০গ্রাম হেরোইনসহ আটক করে।পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ রহিদুল ইসলাম(৩৫) কে ০৩গ্রাম হেরোইনসহ আটক করে।
চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ শাকিল আলীকে ২৫০গ্রাম হেরোইনসহ আটক করে।ডিবি পুলিশ রাজশাহী পুঠিয়া থানা এলাকা হতে ১নং মোঃ হাবিবুর রহমান হাবিব(৪৪) ও ২নং মোঃ জুয়েল রানা(৩৫) কে ৩৪বোতল ফেন্সিডিলসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
IPCS News : Dhaka : মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার রাজশাহী।