মোট আটক ২৯ জন ও মাদক-দ্রব্য উদ্ধার
আপডেটঃ ৩:১৩ অপরাহ্ণ | জুলাই ২০, ২০২২
নিউজ ডেস্কঃ
গত ২৪ ঘন্টায় (২০-৭-২০২২ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ২৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০১ জন, তানোর থানা ০৪ জন, মোহনপুর থানা ০৩ জন, বাগমারা থানা ০৬ জন, দুর্গাপুর থানা ০২ জন, পুঠিয়া থানা ০৩ জন, চারঘাট মডেল থানা ০৮ জন ও বাঘা থানা ০২ জনকে আটক করে।যার মধ্যে ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৫ জনকে মাদক-দ্রব্যসহ ০৫ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ ইসরাফিল ঘোষ ওরফে ইউসুফ ঘোষ (৪০) কে ২২৫বোতল ফেন্সিডিলসহ আটক করে।তানোর থানা পুলিশ ১নং মোঃ ইসমাইল হোসেন (২৫) কে ১০০গ্রাম গাঁজাসহ আটক করে।মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ আঃ সালাম (৫৫) কে ১৫লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ আটক করে।
বাগমারা থানা পুলিশ ১নং শ্রী বিধান (২৭) কে ১০লিটার দেশীয় তৈরি চোলাইমদ এবং ৪০০লিটার চোলাইমদ তৈরির উপাদান জাওয়া এবং ২নং শ্রী মিলন রায় (২৮) কে ১১লিটার দেশীয় তৈরি চোলাইমদ এবং ২৪০লিটার চোলাইমদ তৈরির উপাদান জাওয়াসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
IPCS News : Dhaka : : রাজশাহী।