মোট আটক ২৯ জন ও মাদকদ্রব্য উদ্ধার
আপডেটঃ ৬:৩৬ অপরাহ্ণ | নভেম্বর ১৮, ২০২১
নিউজ ডেস্কঃ
গত ২৪ ঘন্টায় (১৮-১১-২০২১ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ২৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৩ জন, তানোর থানা ০৬ জন, মোহনপুর থানা ০২ জন, দুর্গাপুর থানা ০১ জন, পুঠিয়া থানা ০৮ জন, চারঘাট মডেল থানা ০২ জন ও বাঘা থানা ০৭ জনকে আটক করে।যার মধ্যে ০৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১১ জনকে মাদকদ্রব্যসহ ১০ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।গোদাগাড়ী থানা পুলিশ মোঃ নাছিম হায়দার কিয়ামত (৩০) কে ৪৫০ গ্রাম গাঁজাসহ আটক করে।তানোর থানা পুলিশ ১নং মোঃ মিজান হোসেন (৩৫), ২নং মোঃ মহিবুর রহমান (৩৫), ৩নং মোঃ রাসেল (৩০) ও ৪নং শ্রী নিখিল হাসদা (৪০) গণকে ১.৮০ গ্রাম হেরোইন ও ০৫ লিটার চোলাইমদসহ আটক করে।
দুর্গাপুর থানা পুলিশ মোঃ মজনু প্রাং (৩৫) ২২ গ্রাম গাঁজাসহ আটক করে।পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ সাইদুর রহমান (৪০), ২নং মোঃ মারুফ হোসেন (৩৪), ৩নং মোঃ নজরুল ইসলাম (৪৫), ৪নং মোঃ হেলাল উদ্দিন(৪৫) গণকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে।বাঘা থানা পুলিশ মোঃ বাবলু (৫২) কে ৫০০গ্রাম গাঁজাসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
IPCS News : Dhaka : মোঃ ইফতে খায়ের আলম
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রাজশাহী।