মোট আটক ২৭ জন ও মাদক দ্রব্য উদ্ধার
আপডেটঃ ৫:৩১ অপরাহ্ণ | মার্চ ২৮, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (২৮-০৩-২০২৩ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ২৭ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০২ জন, তানোর থানা ০৩ জন, মোহনপুর থানা ০২ জন, বাগমারা থানা ০৫ জন, চারঘাট মডেল থানা ০৬ জন ও বাঘা ০৯ জনকে আটক করে।যার মধ্যে ০৮ জন ওয়ারেন্ট ভুক্ত আসামি, ১০ জনকে মাদক দ্রব্যসহ ০৯ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।তানোর থানা পুলিশ ১নং শ্রীমতি বিমলা (৫৫) ও ২নং শ্রীমতি বাসতি রানী (৩৫) কে ২০লিটার চোলাই মদসহ আটক করে।মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ শফিকুল ইসলাম কালু (৩৩) কে ১২লিটার চোলাই মদ ও ২নং মোঃ সোহেল রানা (৩৪) কে ১৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে।বাগমারা থানা পুলিশ ১নং মোঃ আবুল হোসেন আব্দুল (৪৫) কে ১৫পিচ ইায়াবাসহ আটক করে।
চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ আসাদুল ইসলাম (৩৭) কে ৭০ বোতল ফেন্সিডিল, ২নং মোঃ হাসেম রানা (৪২) কে ১০০ বোতল ফেন্সিডিল, ৩নং মোঃ মুন্না (২৫) ও ৪নং মোঃ রিংকু আলী (২৮) কে ২০ কেজি গাঁজাসহ আটক করে।বাঘা থানা পুলিশ ১নং মোঃ খোসবর আলী (৪৫) কে ০১কেজি গাঁজাসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
IPCS News : Dhaka : পুলিশ সুপার : রাজশাহী।