মোট আটক ২৭ জন ও মাদক-দ্রব্য উদ্ধার
আপডেটঃ ২:০৬ অপরাহ্ণ | আগস্ট ০৯, ২০২২
নিউজ ডেস্কঃ
গত ২৪ ঘন্টায় (০৯-৮-২০২২ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ২৭ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০১ জন, তানোর থানা ০২ জন, মোহনপুর থানা ০৩ জন, বাগমারা থানা ০৩ জন, পুঠিয়া থানা ০৮ জন, চারঘাট থানা ০৭ জন ও বাঘা থানা ০৩ জনকে আটক করে।যার মধ্যে ০৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৮ জনকে মাদকদ্রব্যসহ ১৩ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।তানোর থানা পুলিশ ১নং মোঃ আব্দুল রকি (২৩) কে ১০ গ্রাম হেরোইনসহ আটক করে।মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ মোকলেছুর রহমান (৪০) কে ৪.৫০ গ্রাম হেরোইন ও ২নং মোঃ বেলাল হোসে @ আব্দুল হাকিম (৫০) কে ০৬ গ্রাম হেরোইনসহ আটক করে।
বাগমারা থানা পুলিশ ১নং শ্রী আনন্দ (২৭) কে ১০ লিটার চোলাইমদ এবং চোলাইমদ তৈরির উপাদান জাওয়া ২৪০ লিটার, ২নং শ্রী রনজিত সিং (৩০) কে ১১ লিটার চোলাইমদ এবং চোলাইমদ তৈরির উপাদান জাওয়া ৩২০ লিটার ও ৩নং মোঃ সাঈদ মন্ডল (৩৬) কে ১১ লিটার চোলাইমদ এবং চোলাইমদ তৈরির উপাদান জাওয়া ৩২০ লিটারসহ আটক করে।
চারঘাট থানা পুলিশ ১নং মোঃ তরিকুল ইসলাম চান্দু (২৬) কে ০৬ পিচ ইয়াবাসহ আটক করে।চারঘাট থানা পুলিশ ১নং মোঃ কমলা মল্লিক (৪০) কে ১৬০ লিটার চোলাইমদসহ আটক করে।আটককৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : মোঃ ইফতে খায়ের আলম :
অতিরিক্ত পুলিশ সুপার : রাজশাহী।