সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মোট আটক ২৪ জন ও মাদকদ্রব্য উদ্ধার

আপডেটঃ ৫:৩৬ অপরাহ্ণ | আগস্ট ৩০, ২০২১

নিউজ ডেস্কঃ

গত ২৪ ঘন্টায় (৩০-০৮-২০২১ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ২২ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৮ জন, মোহনপুর থানা ০১ জন, বাগমারা থানা ০৪ জন, দুর্গাপুর থানা ০২ জন, পুঠিয়া থানা ০৩ জন, বাঘা থানা ০৬ জনকে আটক করে।যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ০২জন, ২০ জনকে মাদকদ্রব্যসহ ০২ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ মফিজ উদ্দিন (৪৩), ২নং মোঃ রতন আলী (৩০), ৩নং মোঃ আব্দুল লতিফ (২৮), ৪নং মোঃ মজতুবা আলী @ কমল (৫৫), ৫নং মোঃ নয়ন (৩৫) গণকে ১৫৫ গ্রাম গাঁজা ও ৬নং মোঃ মতিউর রহমান (২৮), ৭নং মোঃ মমিনুল ইসলাম (৩০), ৮নং মোঃ নুরুল ইসলাম @ বাবু (২৮) গণকে ৮০ পিচ ইয়াবাসহ আটক করে।মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ আয়নাল হককে ০৫ গ্রাম হেরোইনসহ আটক করে।

বাগমারা থানা পুলিশ ১নং সাহিদুল ইসলাম ডালিম (৪০), ২নং শ্রী নয়ন রায় (৩৫), ৩নং মোঃ শাহিন (২৫) গণকে ০৩ গ্রাম হেরোইন, ০৫ গ্রাম গাঁজা ও ২৬ লিটার চোলাইমদসহ আটক করে।দুর্গাপুর থানা পুলিশ ১নং মোসাঃ মর্জিনা বেগম (৪৫) ও ২নং মোসাঃ বানেছা বেগম (৪০) দ্বয়কে ২০ গ্রাম গাঁজা ও ১০ লিটার চোলাইমদসহ আটক করে।

পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ টুটুল (৩৫) ও ২নং মোঃ আব্দুল্লাহ আল মামুন (৩৮) দ্বয়কে ০৬ গ্রাম হেরোইনসহ আটক করে।বাঘা থানা পুলিশ ১নং মোঃ বাবুল (৪৮), ২নং মোঃ মেহেদী হাসান (১৯), ৩নং মোঃ আরব আলী (২৫) ও ৪নং মোঃ নুরুজ্জামান শেখ (৩২) গণকে ৮৭০ গ্রাম গাঁজাসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

IPCS News Report : Dhaka: পক্ষে: মোঃ ইফতে খায়ের আলম
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রাজশাহী।