সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মোট আটক ২৩ জন ও মাদক-দ্রব্য উদ্ধার

আপডেটঃ ৩:১৬ অপরাহ্ণ | জানুয়ারি ০৪, ২০২৩

নিউজ ডেস্কঃ

গত ২৪ ঘন্টায় (০৪-০১-২০২৩ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ২৩ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৬ জন, তানোর থানা ০১ জন, মোহনপুর থানা ০১ জন, বাগমারা থানা ০২ জন, দুর্গাপুর থানা ০৩ জন, চারঘাট মডেল থানা ০৮ জন ও বাঘা থানা ০২ জনকে আটক করে।

যার মধ্যে ১৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৬ জনকে মাদকদ্রব্যসহ ০২ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ ফরহাদ হোসেনকে ৪০গ্রাম হেরোইনসহ আটক করে।বাগমারা থানা পুলিশ ১নং মোঃ আশরাফুল ইসলাম ও ২নং মোঃ লায়েব আলীকে ১৫ গ্রাম হেরোইনসহ আটক করে।

ডিবি পুলিশ রাজশাহী কর্তৃক গোদাগাড়ী থানা এলাকা হতে ১নং মোঃ সেতাবুর রহমান ওরফে বাবু, ২নং মোঃ আলমগীর ও ৩নং মোঃ আব্দুল্লাহকে ১০০গ্রাম হেরোইনসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

IPCS News : Dhaka : মোঃ ইফতে খায়ের আলম
অতিরিক্ত পুলিশ সুপার : ডিএসবি : রাজশাহী।