মোট আটক ২০ জন ও মাদক-দ্রব্য উদ্ধার
আপডেটঃ ৯:৪২ অপরাহ্ণ | আগস্ট ২৩, ২০২২
নিউজ ডেস্কঃ
গত ২৪ ঘন্টায় (২৩-০৮-২০২২ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ২০ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৬ জন, তানোর থানা ০৩ জন, মোহনপুর থানা ০২ জন, বাগমারা থানা ০১ জন, পুঠিয়া থানা ০১ জন, চারঘাট মডেল থানা ০৪ জন ও বাঘা থানা ০৩ জনকে আটক করে।যার মধ্যে ০৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১২ জনকে মাদকদ্রব্যসহ ০৩ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ নুমান আলী (৪৮) ও ২নং মোসাঃ ফেমালী বেগম (৩৭) কে ২০০গ্রাম হেরোইন, ৩নং বিনয় টুডু (২৭) কে ১৪০লিটার দেশীয় তৈরী চোলাইমদ, ৪নং মোঃ দুলাল আলী (৩০) ও ৫নং মোঃ নাহিদ আলী (২৪) কে ২০লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ আটক করে।
তানোর থানা পুুলিশ ১নং সেলিনা সরেন (৪০) কে ২০লিটার চোলাই মদ, ২নং শ্রী মমতা মিস মোছাঃ নূরজাহান বেগম (৩৭) কে ১৫লিটার চোলাইমদ, ৩নং গুনীল হাসদা (৪০) কে ১০লিটার চোলাই মদসহ আটক করে।মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ ফিরোজ শেখ (২৭) কে ২০০ গ্রাম গাঁজা, ২নং মোঃ মজিবর রহমান (৪৮) কে ১০লিটার চোলাই মদসহ আটক করে।
পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ আফজাল হোসেন (৪৫) কে ২০পিচ ইয়াবাসহ আটক করে।বাঘা থানা পুলিশ ১নং মোঃ কাউসার আলী (৫২) কে ১০ কেজি ৭০০ গ্রাম গাঁজার গাছসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
IPCS News : Dhaka : মোঃ ইফতে খায়ের আলম :
অতিরিক্ত পুলিশ সুপার : রাজশাহী।