মোট আটক ২০ জন ও মাদকদ্রব্য উদ্ধার
আপডেটঃ ৬:০৭ অপরাহ্ণ | মে ২২, ২০২২
নিউজ ডেস্কঃ
গত ২৪ ঘন্টায় (২২-৫-২০২২ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ২০ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৬ জন, মোহনপুর থানা ০৭ জন, বাগমারা থানা ০৪ জন, দুর্গাপুর থানা ০১ জন, পুঠিয়া থানা ০১ জন ও চারঘাট মডেল থানা ০১ জনকে আটক করে।যার মধ্যে ০৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৪ জনকে মাদকদ্রব্যসহ ০২ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ আনারুল হক (৩৭) কে ১০০গ্রাম গাঁজা, ২নং মোঃ টিয়ারুল ইসলাম ওরফে ফকির (৫২) কে ৭৫গ্রাম গাঁজা, ৩নং মোঃ মামুন হোসেন (৩৬) ও ৪নং মোঃ আজিজুল হক (৪৫) কে ২৫০গ্রাম গাঁজা, ৫নং মোসাঃ খাদিজা খাতুন (২৪) কে ১০০গ্রাম হেরোইনসহ আটক করে।
মোহনপুর থানা পুলিশ ১নং শ্রী লিটন রায় (২৯) ও ২নং মোঃ সোহেল রানা (৩০) কে ১৫লিটার দেশীয় তৈরী চোলাইমদ, ৩নং মোঃ আশরাফুল ইসলাম (৪০), ৪নং শ্রী মিস্ত্রি হেমরন (৪০) ও ৫নং শ্রী বুধরাই মাইকেল (৩২) কে ১৫লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ আটক করে।
বাগমারা থানা পুলিশ ১নং মোঃ সাকিব তালুকদার (২১), ২নং মোঃ রাজু হোসেন (২২) ও ৩নং মোঃ রায়হান মন্ডল (২৩) কে ৪০গ্রাম গাঁজাসহ আটক করে।
পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ রতন আলী (৩৪) কে ২০গ্রাম গাঁজাসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
IPCS News : Dhaka : মোঃ ইফতে খায়ের আলম :
অতিরিক্ত পুলিশ সুপার : রাজশাহী।