সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মোট আটক ১৯ জন ও মাদক-দ্রব্য উদ্ধার

আপডেটঃ ১১:৫৯ পূর্বাহ্ণ | আগস্ট ০৩, ২০২২

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (০২-৮-২০২২ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০২ জন, তানোর থানা ০২ জন, মোহনপুর থানা ০৩ জন, বাগমারা থানা ০২ জন, পুঠিয়া থানা ০৬ জন, চারঘাট মডেল থানা ০১ জন, বাঘা থানা ০১ জন ও ডিবি পুলিশ ০২ জনকে আটক করে।যার মধ্যে ০১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৪ জনকে মাদকদ্রব্যসহ ০৪ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ রুহুল আমিন ওরফে সুইট (২৪) ও ২নং মোঃ রমজান আলী (২১) কে ৪০০পিচ ইয়াবাসহ আটক করে এবং পরিত্যক্ত অবস্থায় ০২কেজি ৫০০গ্রাম হেরোইন উদ্ধার করে।তানোর থানা পুলিশ ১নং শ্রীমতি জুলিতা সরেন (৫১) ও ২নং শ্রীমতি রোকসানা টুডু (২৪) কে ১৪৫লিটার চোলাইমদসহ আটক করে।

মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ তমিজ উদ্দিন (৩৩) কে ৫০পিচ ইয়াবা ও ২নং মোসাঃ রোকেয়া বেগম (৬১) কে ৯৬ বোতল মাদকদ্রব্য এ্যালকোহলসহ আটক করে।বাগমারা থানা পুলিশ ১নং মোছাঃ শিরিনা (৩৮) কে ৫০০গ্রাম গাঁজা ও ২নং মোঃ আলতাফ হোসেন (৫০) কে ২২গ্রাম হেরোইনসহ আটক করে।

পুঠিয়া থানা পুলিশ ১নং উসমান গনি ওরফে ওসমান (৩৯), ২নং মোঃ শহিদ হোসেন, ৩নং মোঃ লিটন (৩০) ও ৪নং শ্রী উজ্জল কুমার প্রাং (৩০) কে ৬০ গ্রাম গাঁজাসহ আটক করে।ডিবি পুলিশ রাজশাহী কর্তৃক গোদাগাড়ী থানা এলাকা হতে ১নং মোঃ আসাদুল হক (২২) ও ২নং মোঃ নসিব আলী (২২) কে ১০০গ্রাম হেরোইনসহ আটক করে।আটককৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

IPCS News : Dhaka : মোঃ ইফতে খায়ের আলম :
অতিরিক্ত পুলিশ সুপার : রাজশাহী।