সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মোট আটক ১২ জন ও মাদক দ্রব্য উদ্ধার

আপডেটঃ ৪:০৯ অপরাহ্ণ | জুন ০১, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (০১-০৬-২০২৩ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৬ জন, মোহনপুর থানা ০১ জন, বাগমারা থানা ০১ জন, পুঠিয়া থানা ০২ জন, চারঘাট মডেল থানা ০১ জন ও বাঘা থানা ০১ জনকে আটক করে।যার মধ্যে ০৬ জন ওয়ারেন্ট ভুক্ত আসামি, ০৩ জনকে মাদক দ্রব্যসহ ০৩ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।বাগমারা থানা পুলিশ ১নং শ্রী নিলয় সরকার মন্টু (২৩) কে ১০লিটার চোলাইমদ এবং ৪২৫ লিটার জাওয়াসহ আটক করে।ডিবি পুলিশ রাজশাহী কর্তৃক গোদাগাড়ী থানা এলাকা হতে ১নং মোঃ ফারুক হোসেন (৩৮) ও ২নং মোঃ নেজাবুর রহমান নিজাম (৬০) কে ০১কেজি হেরোইনসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

IPCS News : Dhaka : পুলিশ সুপার : রাজশাহী।