মোট আটক ১২ জন ও মাদক দ্রব্য উদ্ধার
আপডেটঃ ৭:৪৫ অপরাহ্ণ | এপ্রিল ০১, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (০১-০৪-২০২৩ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৩ জন, তানোর থানা ০২ জন, বাগমারা থানা ০৩ জন, চারঘাট মডেল থানা ০৩ জন ও বাঘা থানা ০১ জনকে আটক করে।
যার মধ্যে ০৬ জন ওয়ারেন্ট ভুক্ত আসামি, ০২ জনকে মাদক দ্রব্যসহ ০৪ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।তানোর থানা পুলিশ ১নং মোঃ ইসমাইল হোসেন (২৭) কে ৩৫০গ্রাম গাঁজাসহ আটক করে।বাগমারা থানা পুলিশ ১নং মোঃ আবুল হোসেন (৫০) কে ৩৫০লিটার চোলাই মদসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
IPCS News : Dhaka : পুলিশ সুপার : রাজশাহী।