মোট আটক ১২ জন
আপডেটঃ ২:৩৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৩০, ২০২১
নিউজ ডেস্কঃ
গত ২৪ ঘন্টায় (৩০-০৯-২০২১ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৭ জন, পুঠিয়া থানা ০১ জন, চারঘাট মডেল থানা ০২ জন ও বাঘা থানা ০২ জনকে আটক করে।যার মধ্যে ০১ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ০৬ জন মাদক মামলায় ও ০৫ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।গোদাগাড়ী থানা পুলিশ ১নং মোঃ খোকন আলম (২৭), ২নং মোঃ খাদেমুল ইসলাম (২৭), ৩নং জতিন মার্ডি (৪২), ৪নং চন্দন মুরমু ওরফে ভাগ্য মুরমু (২৭) ও ৫নং মোঃ মাসুদ রানা (৪৪) গণকে ৪০০ গ্রাম গাঁজাসহ আটক করে।পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ তৌহিদুল ইসলাম (৩৫) কে ০৩ গ্রাম হেরোইনসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
IPCS News Report : Dhaka : মোঃ ইফতে খায়ের আলম
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রাজশাহী।