মোট আটক ১১ জন ও মাদক দ্রব্য উদ্ধার
আপডেটঃ ৪:০৫ অপরাহ্ণ | এপ্রিল ১২, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- গত ২৪ ঘন্টায় (১২-০৪-২০২৩ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১১ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৫ জন, তানোর থানা ০২ জন, চারঘাট মডেল থানা ০২ জন ও বাঘা থানা ০২ জনকে আটক করে।
যার মধ্যে ০৩ জন ওয়ারেন্ট ভুক্ত আসামি, ০৬ জনকে মাদক দ্রব্যসহ ০২ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ আমিনুল হক (৪৭) কে ২৪০০গ্রাম হেরোইনসহ আটক করে।তানোর থানা পুলিশ ১নং মোঃ ইসমাইল হোসেন (৪৭) কে ১০০গ্রাম গাঁজাসহ আটক করে।
বাঘা থানা পুলিশ ১নং মোঃ মিশন (২১) কে ১৭গ্রাম হেরোইনসহ আটক করে।ডিবি পুলিশ রাজশাহী গোদাগাড়ী থানা এলাকা হতে ১নং মোঃ সেলিম রেজা (৩১) কে ৫০০পিচ ইয়াবা, ২নং মোঃ আনিসুর রহমান হামিম (২০) ও ৩নং মোঃ মুকুল (২২) কে ৫০গ্রাম হেরোইনসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
IPCS News : Dhaka : পুলিশ সুপার : রাজশাহী।