মোট আটক ১১ জন ও মাদকদ্রব্য উদ্ধার
আপডেটঃ ১:১৭ অপরাহ্ণ | মার্চ ০৬, ২০২২
নিউজ ডেস্কঃ
গত ২৪ ঘন্টায় (০৬-০৩-২০২২ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১১ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০১ জন, তানোর থানা ০২ জন, মোহনপুর থানা ০১ জন, বাগমারা থানা ০১ জন, পুঠিয়া থানা ০২ জন, চারঘাট মডেল থানা ০১ জন ও বাঘা থানা ০৩ জনকে আটক করে।যার মধ্যে ০৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৫ জনকে মাদকদ্রব্যসহ ০২ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।তানোর থানা পুলিশ ১নং শ্রীমতি গীতা রানি কর্মকার(৪০) কে ৮০লিটার চোলাইমদসহ আটক করে।বাঘা থানা পুলিশ ১নং মোঃ আসবাহার আলী (২৭) ও ২নং মোঃ মিঠুন আলী (২১) কে ভেজাল গুড় ৪০০কেজি, চুন ০৫কেজি, ফিটকিরি ০২ কেজি ও গুড়া পাউডার ১৭০গ্রামসহ আটক করে।
ডিবি পুলিশ রাজশাহী গোদাগাড়ী থানা এলাকা হতে ১নং মোঃ রুবেল ইসলাম (২৭) কে ২০গ্রাম হেরোইন ও তানোর থানা এলাকা হতে ২নং মোঃ মোস্তাক হোসেন (৪০) কে ২৫বোতল ফেন্সিডিল ও একটি মোটর সাইকেলসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
IPCS News : Dhaka : মোঃ ইফতে খায়ের আলম
অতিরিক্ত পুলিশ সুপার : জেলা বিশেষ শাখা : রাজশাহী।