সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মোট আটক ০৯ জন ও মাদকদ্রব্য উদ্ধার

আপডেটঃ ২:৫৭ অপরাহ্ণ | মার্চ ০৭, ২০২২

নিউজ ডেস্কঃ

গত ২৪ ঘন্টায় (০৭-০৩-২০২২ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ০৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বাগমারা থানা ০২ জন, দুর্গাপুর থানা ০১ জন, পুঠিয়া থানা ০২ জন, চারঘাট মডেল থানা ০২ জন ও বাঘা থানা ০২ জনকে আটক করে।যার মধ্যে ০১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৭ জনকে মাদকদ্রব্যসহ ০১ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।বাগমারা থানা পুলিশ ১নং মোঃ লায়েব আলী (৪৫) কে ০৯লিটার দেশী তৈরী চোলাইমদ ও ২নং মোঃ বুলবুল হোসেন ওরফে বুবু (৫৫) কে ২৫গ্রাম গাঁজাসহ আটক করে।পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ তুহিন আলী (২২) কে ৫০গ্রাম গাঁজা ও ২নং মোঃ রায়হানুল ইসলাম (৩৬) কে ২০গ্রাম গাঁজাসহ আটক করে।

চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ সাগর আলী (২১) কে ৫৬পিচ ইয়াবাসহ আটক করে।বাঘা থানা পুলিশ ১নং মোঃ ফারুক হোসেন (৩৫) কে ০৪গ্রাম হেরোইন ও ২নং মোঃ আজিজুল আলম (৪৮) কে ১০পিচ ইয়াবাসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

IPCS News : Dhaka মোঃ ইফতে খায়ের আলম
অতিরিক্ত পুলিশ সুপার : জেলা বিশেষ শাখা : রাজশাহী।

: