মেয়ের জামাই বাড়িতে শশুরের হামলা, নিহত ২
আপডেটঃ ৯:২৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৬, ২০২২
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মদনে পারিবারিক কলহে রোববার রাতে মেয়ের জামাই বাড়িতে শশুর হামলা করলে থামাতে গিয়ে ছুরির আঘাতে ঘটনাস্থলে প্রতিবেশী মাদ্রাসা শিক্ষক শফিকুল ইসলাম (৬০) নিহত হয।এ ঘটনায় আহত হয়েছে আরো ৭ জন।পরে আহতদের মধ্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় জামাইয়ের মা মিনারা আক্তার (৫০) মারা যায়।উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।বর্তমানে আহত ইব্রাহীম (৮০), মোবারক হোসেন (২৫), মাসুম মিয়া (১২), অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ ছাড়া জুনাঈদ (১৫), রিনা আক্তার (৩৮) ও কাদির মিয়া (১৩) মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রুদ্রশ্রী গ্রামের এলাল উদ্দীনের ছেলে মোবারকের সাথে ফতেপুর মড়লপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মুন্নি আক্তারের বিয়ে হয়।তাদের সংসারে রবিবার পারিবারিক কলহের সৃষ্টি হয়।এরই প্রেক্ষিতে মুন্নি আক্তার বাবার বাড়ি চলে গিয়ে স্বামী ও শাশুরীর কথা বাবার কাছে নালিশ জানায়।
এতে মুন্নির বাবা আব্দুল মান্নান ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে মেয়ের জামাইকে মারতে আসে।এ ঘটনা ঠেকাতে এসে প্রতিবেশী শফিকুল ইসলাম ছুরির আঘাতে যখম হন।পরে মদন হাসপাতালে নিয়ে যাবার পথে তিনি মারা যান।জামাইয়ের মা মিনারা আক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
মদন থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম জানান, রুদ্রশ্রী ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়।পরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধায় মিনারা আক্তার মারা যায়।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।