মেয়র লিটনের সুস্থতা কামনায় বরেন্দ্র প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত
আপডেটঃ ৮:৫০ অপরাহ্ণ | অক্টোবর ১৪, ২০২২
নিউজ ডেস্কঃ
প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের আশু রোগমুক্তি কামনায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৪ অক্টোবর) বাদ জুম্মা রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনাল পূবালী মার্কেটে অবস্থিত রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুল খালেক এ দোয়া মাহফিল পরিচালনা করেন।দোয়া মাহফিলে ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মহানগর আওয়ামী লীগ সদস্য মোহাম্মদ সোহেল, কৃষকলীগ নেতা শামসুল হক মিঠু, মহানগর শ্রমিকলীগ সদস্য এসএম শফিকুল আলম ইমন, সেচ্ছাসেবক লীগের শুকুর আলী-সহ ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি আবু কাওসার মাখন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সিঃ সহ সভাপতি শামসুল ইসলাম, সহ-সভাপতি ফারুক আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, কোষাধ্যক্ষ ওদুদুজ্জামান সুবাস, নির্বাহী সদস্য শাহিনুর রহমান সোনা, শাহীন সাগর, সদস্য আনসার তালুকদার স্বাধীন।
আরো উপস্থিত ছিলেন, এফডি আর ফয়সাল, আবুল হাসেম, হাবিল উদ্দিন, রিদয় খান, মোস্তাফিজুর রহমান জীবন, নিহাল খান, শফিকুল ইসলাম, মানিক হোসেন, আদিল শেখ, আকতার হোসেন হীরা, মৃদুল হোসেন, সামীম শেখ, মামুন, আকিব, ইমন, শাহীন, মোহন, সোনিয়া, রাজীব, জাহিদ, রিপন-সহ অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, দোয়া মাহফিলে ২১ নং ওয়ার্ডের সাধারণ জনগণসহ মসজিদের মুসল্লীগণ উপস্থিত ছিলেন।মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।
IPCS News : Dhaka : বরেন্দ্র প্রেসক্লাব : রাজশাহী।