মুক্ত আকাশে উড়বে শকুন
আপডেটঃ ২:২১ অপরাহ্ণ | এপ্রিল ০২, ২০২২
নিউজ ডেস্কঃ
দিনাজপুর প্রতিনিধিঃ বন্যেরা বনেই সুন্দর আমাদেরকে এই মূল্যবান বিভিন্ন পশুপাখি,বন্যপ্রাণী সম্পদ ধরে রাখতে হবে।এখনও আমাদের দেশের আকাশে দেশীর পাখি ও বৈদেশিক পাখি যাকে আমরা অতিথি পাখি বলে থাকি, যারা এক দেশ থেকে আরেক দেশ, আরেক দেশ থেকে বাংলাদেশে আসে।যখন পাখির কলকানিতে কিচিরমিচির পাখির শব্দে কি এক মধুর সম্পকের তৈরি হয় কান পেতে এই পাখিগুলির গান শুনতেই না কত সুন্দর।আমরা কর্মকর্তা-কর্মচারীগন সেটাই করে যাচ্ছি বন্য প্রাণী সংরক্ষনে শকুন সহ বিভিন্ন পাখি ও বন্যপ্রাণীদের প্রতি যত্নবান হওয়ার জন্যে সকলের প্রতি আহ্বান জানাই।দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অবস্থিত সিংড়া ফরেষ্টে আজ শনিবার সকাল ১১টায় গত শীত মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলের অসুস্থ ও আহত অবস্থায় উদ্ধারকৃত ১৯টি শকুনকে চিকিৎসা শেষে সুস্থ্য অবস্থায় মুক্ত আকাশে অবমুক্ত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি এ্যাডিশনাল সেক্রেটারী জনাব ইকবাল আব্দুল্লাহ হারুন, জনাব গোবিন্দ রায়, ডি,সি,সি,এফ এবং সুফল প্রকল্প পরিচালক, মোল্লা রেজাউল করিম, বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংক্ষন অঞ্চল,বাংলাদেশ বন অধিদপ্তর, এ,এস,এম জহির আকন, বন সংরক্ষক বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, মোঃ মোতলেবুর রহমান।
ডি,এফ,ও, রংপুর, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মোঃ আমিনুল ইসলাম, ডি,এফ,ও, দিনাজপুর জনাব বশির আল মামুন, বাংলাদেশ বন বিভাগ, আরও ছিলেন জনাব রাকিবুল আমিন, আই,ইউ,সি,এন বাংলাদেশের প্রধান, এবং মুকিত মজুমদার বাবু প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান।
IPCS News : Dhaka : আব্দুস সালাম, দিনাজপুর।