মুক্তিযুদ্ধে অবদানের জন্য সম্মাননা পেলেন ৭ বাচসাস সদস্য
আপডেটঃ ১১:১৫ পূর্বাহ্ণ | ডিসেম্বর ২৮, ২০২২
নিউজ ডেস্কঃ
ঢাকা:- মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ও অবদানের জন্য বাচসাস’র ৭ সদস্য পেলেন ‘বাচসাস সদস্য বীর মুক্তিযোদ্ধা সম্মাননা-২০২২।মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য এ সম্মাননা পেয়েছেন খ্যাতিমান সাংবাদিক আতাহার খান, সলিমউল্লাহ সেলিম, মাইনুল হক ভূঁইয়া, এ জেড এম রাহাগীর, এল এ সরকার বাচ্চু, বরুণ শংকর ও এস আর রেজা।বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের চলচ্চিত্র বিষয়ক সেমিনার ও বাচসাস সদস্য বীর মুক্তিযোদ্ধা সম্মাননা-২০২২ আয়োজন করে।বাচসাস সভাপতি, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
তিনি বাচসাস’র ৭ সদস্যের হাতে এ সম্মাননা তুলে দেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমীন, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।
আরও উপস্থিত ছিলেন নয়াদিল্লীর বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস), সাংবাদিক নেতা শাবান মাহমুদ।বক্তব্য রাখেন বাচসাস সাধারণ সম্পাদক রিমন মাহফুজ।প্রবন্ধ পাঠ করে রাফি হোসেন, সদস্য, কার্যনির্বাহী পরিষদ।অনুষ্ঠান পরিচালনা করেন বাচসাসের সিনিয়র সহ সভাপতি অঞ্জন রহমান।
এমন ব্যতিক্রম একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য বাচসাসকে ধন্যবাদ জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘মুক্তিযুদ্ধ না হলে আজকের দেশ পেতাম না।ভাষা ও সংস্কৃতির কি হতো আমরা জানতাম না।মুক্তিযুদ্ধের কারণেই কিন্তু আমরা স্বাধীন একটি দেশ পেয়েছি।
IPCS News : Dhaka : রাজু আলীম : ঢাকা।