শনিবার ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মুকুল আসার আগে আমের ফলন বৃদ্ধির জন্য স্প্রে করা হচ্ছে হরমন ও এন্টিক জাতিয় বিষ

আপডেটঃ ১১:২৫ পূর্বাহ্ণ | ডিসেম্বর ২৯, ২০২১

নিউজ ডেস্কঃ

আমের মুকুল আসার আগে আমের ফলন বৃদ্ধির জন্য আমগাছে স্প্রে করা হচ্ছে হরমন ও এন্টিক জাতিয় বিষ।এগুলো এতটায় বিষাক্ত যে, এতে জনস্বাস্থের ক্ষতিসহ গাছ মরে যেতে পারে।ছবিটি ২৭ ডিসেম্বর রাজশাহীর চারঘাটের এক বাগান থেকে নেয়া।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ , রাজশাহী।