মায়ের কাছে পলাতক সন্তানদের হস্তান্তর করলেন দিনাজপুর রেলওয়ে থানা পুলিশ জিআরপি
আপডেটঃ ৭:৪৩ অপরাহ্ণ | মে ১১, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- নারী ছেরা ধনদেরকে ধর্মীয় সুশিক্ষায় শিক্ষিত করতে দিনাজপুর বিরল উপজেলার চক কাঞ্চন মাদ্রাসা শিক্ষা দানের জন্য দেন অভিভাবকরা।এমতা অবস্থায় মাদ্রাসা থেকে পালিয়ে যায় দুই ছাত্র দিনাজপুর রেলওয়ে স্টেশনে তাদের গতিবিধি লক্ষ্য করে দিনাজপুর রেলওয়ে থানা জিআরপি পুলিশ বুঝতে পারেন যে তারা ট্রেনযোগে পালিয়ে যাচ্ছে।এই দুই মাদ্রাসা ছাত্রকে আটক করলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়ার ঘটনাটি শিকার করে, পরবর্তীতে মোবাইল ফোন অভিভাবকদের জানানো হলে দিনাজপুর রেলওয়ে থানা অফিসার ইনচার্জ হারুনউর রশিদ মৃধা’র নেতৃত্বে এসআই জেসমিন আক্তার মোঃ শিশির আহম্মেদ সিয়াম (১৪) পিতা আনিছুর রহমান জগৎপুর সুলতান পাড়া,মোঃ সাইফুল ইসলাম (১৩) পিতা আঃ গফুর নতুন পাড়া,বড়াই বাড়ী, উভয় থানা বিরল, জেলা দিনাজপুরদ্বয়কে পরিবারের কাছে হস্তান্তর করেন।এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংবাদিক এনামুল হকসহ স্থানীয়রা ব্যক্তিবর্গরা।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।