মামলা তুলে নিতে হুমকি-মারধর গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি-২
আপডেটঃ ১১:৫৬ পূর্বাহ্ণ | মার্চ ২১, ২০২২
নিউজ ডেস্কঃ
দিনাজপুর প্রতিনিধিঃ ঘটনাটি ঘটেছে দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের উলিপুর গ্রামে।গত রবিবার ২০ তারিখ সকাল আনুমানিক ৫.৩০ মিনিট ফযরের নামাজের সময়।
এ ঘটনায় ৯৯৯ ফোন দেওয়া হলে দিনাজপুর কোতয়ালী থানার এস.আই আরিফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে গিয়ে মৃত আলহাজ্ব সজিব উদ্দীনের ২ পুত্র মোঃ আজমল হোসেন, মোঃ আলতাফ হোসেনকে ইউনিয়ন পরিষদ চৌকিদার গ্রাম পুলিশ ও গ্রাম বাসিদের সহযোগিতায় দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তি করেন।
বর্তমানে এই দুই সহদর ভাই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ঘটনার বিবরণে জানা গেছে, ২৭/১১/২০২১ দিনাজপুর কোতয়ালী থানার মামলা নং-৫২, জি.আর ৭১৬/২১, জেলা-দিনাজপুর, উপজেলা- সদর, মৌজা- মাহমুদপুর, জে.এল নং- ১১০, খতিয়ান নং- এস.এ-৫, খারিজ- ২৭১, আর,এস(ডিপি)-১৪৯, হিসাব নং- ২৭৫, দাগ নং- সি.এস/এস, এ-৫০১, আর.এস-২২৮/২৩৬ রকম- ডাঙ্গা, জমির পরিমান- ১৩.২৯ একরের মধ্যে ৪.৩২ একর।
প্রতিপক্ষ সদর উপজেলার মাশিমপুর গ্রামের মৃত আমির মোহাম্মদের পুত্র মোঃ মোখলেসুর রহমান, একই গ্রামের মৃত. আমীর মোহাম্মদের পুত্র মোঃ মমতাজ আলী, মোখলেসুর রহমানের পুত্র তমিজুর রহমান ও মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ আব্দুল আলিমের পুত্র মোঃ আরমান আলী ও মমতা আলীর পুত্র আব্দুল আলিম।
অবৈধ ভাবে জমি দখল করতে আসলে সংঘর্ষ বাধে।পরবর্তীতে দিনাজপুর কোতয়ালী থানায় মামলা করে।যা এখন আদালতে বিচারাধীন রয়েছে।এমতাবস্থায় গত রবিবার ২০ তারিখ সকাল আনুমানিক ৫.৩০ মিনিট ফযরের নামাজের সময় ওত পেতে থাকা প্রতিপক্ষরা দুই সহদরকে একা পেয়ে মার-ধর করে বলে মামলার বাদী আজমল হোসেন ও গ্রামবাসী জানান।
বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।