মামলা করে বিপাকে বাদি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
আপডেটঃ ১:৩৯ অপরাহ্ণ | জুন ১৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- জমিজমা সংক্রান্ত জের ধরে প্রতিবেশির হামলায় রক্তপাত জখম হয়ে, ন্যায় বিচারের জন্য আদালতে মামলা করে বিপাকে পড়েছেন রাজশাহীর মোহনপুর থানাধীন সোহরাব আলীর পরিবার।১০ জুন রাজশাহী মডেল প্রেসক্লাবে আয়োজিত একটা সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী সোহরাব আলী।তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্ত বলেন, গত ২০ এপ্রিল দুপুরেদুপুরে জমিজমা সংক্রান্ত জেরে আমার প্রতিবেশি জালাল (৫০) পিতা বাদল।সেকেন্দার আলী (৫২) পিতা মৃত ছবের আলী ওসমান আলী (৪৫)।ইসমাইল (৪০) সহ একটি সংবদ্ধ দল আমাদের পরিবারের উপর আতর্কিত হামলা করে।তাদের হামলায় আমরা গুরুতর আহত হই।আমার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে আমি নিজে গুরুতর জখম হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হই।
চিকিৎসা শেষে এই মোহনপুর থানায় মামলা করতে গেলে অজ্ঞাত কারণে সেই মামলা না নিয়ে আমাকে আদালতে মামলা করার পরামর্শ দেন এবং থানা থেকে চলে যেতে বলেন।নিরুপায় হয়ে রাজশাহী আদালতে আদালত৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬/(২)/১১৪ দ: বি: ধারায় আমি মামলা দায়ের করি।লিখিত বক্তব্যবে তিনি বলেন,সেই মামলায় আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত।
অথচ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আসামিদের অজ্ঞাত কারণে আটক করছেনা মোহনপুর থানা পুলিশ।এছাড়া আসামিদের গ্রেপ্তারী পরওনা থাকলে থানা পুলিশের সামনেই প্রকাশ্যে চলাফেরা ও আমাদের ভয়ভীতি ও মামলা তুলে না নিলে আমাদের পরিবারের সকলকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে।এমত অবস্থায় আমি ও আমার পরিবার নিরুপায় হয়ে পড়েছি।
আসামিরা যে কোন মহুর্তে আসামিগণ আমাদের উপর আবারো হামলা চালবে বলে আশংকা করছি।আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমিসহ আমার পরিবারের সদস্যদের নিরাপত্ত ও ন্যায় বিচারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের দৃস্টি আকর্ষন করছি
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।