সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মাফ চাই, আর মাইরেন না….রামেকে ডাক্তারের নির্জাতনে রোগীর স্বজনের আকুতি

আপডেটঃ ১২:০৫ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৮, ২০২৪

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- মাফ চাই ভাই আরও মাইরেন না, বলে আকুতি মিনতি করেও শাররিক নির্যাতন থেকে রেহাই পাননি রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসারত রোগীর এক স্বজন।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও ইন্টার্নীদের বেধড়ক শারীরিক নির্যাতনের সময় এমন আহাজারি করেন মহিলা রোগীর সন্তান।বুধবার বেলা ১১.২০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪৯ ওয়ার্ডে চিকিৎসাধীন পিয়ারা বেগম এর সন্তান সুমন পারভেজ (রিপন) কর্তব্যরত ইন্টার্নি  চিকিৎসকের কাছে তার (মাতার) চিকিৎসার খোঁজ খবর জানতে চান।উক্ত টেস্ট দেখাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা ও পরবর্তীতে কথা কাটাকাটির এক পর্যায় ইন্টার্নি চিকিৎসক কৌশলে রোগীর সন্তান (সুমন পারভেজ রিপন) ইন্টার্নি চিকিৎসকদের বিশ্রাম ঘরে ডেকে নিয়ে এলোপাথাড়ি মারধোর করেন মর্মে পরিবার অভিযোগ করেন।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।