সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মাননীয় প্রধানমন্ত্রী মদন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন।

আপডেটঃ ৭:২৬ অপরাহ্ণ | জুলাই ২১, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- মজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় ২৬ হাজার ২ শত ২৯টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান (তৃতীয় পর্যায়ে-২য় ধাপ) আশ্রয়ন প্রকল্পের আওতায় জেলার একমাত্র মদন উপজেলার ২১১ জায়গা সহ সেমিপাকা ঘর নির্মাণ করে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়।২১শে জুলাই বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পাবলিক হল রুমে মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনার ভার্চুয়াল এর মাধ্যমে ৫২ টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন।পরে সুবিধাভোগীদেরকে নিয়ে ঘর হস্তান্তর ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন মদন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমান।সবার সঞ্চালনায় ছিলেন মদন উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ কামরুজ্জামান রফিক।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মদন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান পৌরসভার মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাসার খান এখলাছ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তি-যোদ্ধা আঃ রহিম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন মহিলা ভাইস চেয়ারম্যান কল্পনা আক্তার, প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি সুবিধাভোগী ও গণমাধ্যম কর্মী গন। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।