মাট আটক ২৪ জন ও মাদকদ্রব্য উদ্ধার
আপডেটঃ ৪:৩০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৮, ২০২১
নিউজ ডেস্কঃ
রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ২৪ জনকে আটক করা হয়েছে।রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৬ জন, তানোর থানা ০১ জন, মোহনপুর থানা ০২ জন, বাগমারা থানা ০৩ জন, দুর্গাপুর থানা ০২ জন, পুঠিয়া থানা ০৩ জন, চারঘাট মডেল থানা ০৪ জন ও বাঘা থানা ০৩ জনকে আটক করে।যার মধ্যে ০২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১৪ জনকে মাদকদ্রব্যসহ ০৮ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ নাজমুল হক প্রিন্স (২৪) এবং ২নং মোঃ আতিকুর রহমান সনি (২৬) কে ১০গ্রাম হেরোইনসহ আটক করে।তানোর থানা পুলিশ ১নং শ্রী মতিন হেমরম (৫৯) কে ০৫লিটার চোলাইমদসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ ১নং প্রশান(২৩) কে ০৮লিটার চোলাইমদসহ আটক করে।
বাগমারা থানা পুলিশ ১নং মোঃ সোহেল রানা (২২) ও ২নং মোঃ বাচ্চু খরাদী (৩৫) কে ০৬গ্রাম হেরোইন, ৩নং মোঃ দুলাল উদ্দিন (৩০) কে ৩০গ্রাম গাঁজাসহ আটক করে।দুর্গাপুর থানা পুলিশ ১নং মোঃ রতন আলী (২৮) এবং ২নং মোঃ হাফিজুর রহমান (৩১) কে ০২গ্রাম হেরোইনসহ আটক করে।পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ সেলিম হোসেন (৩২) কে ৪০গ্রাম গাঁজাসহ আটক করে।
চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ ওয়াদুদ ওরফে হৃদয় (৩০) কে ০১গ্রাম হেরোইন, ২নং মোঃ নাহিদ হাসান (২৫) ও ৩নং মোঃ হাসিবুল ইসলাম (২৬) কে ৩০পিচ ইয়াবাসহ আটক করে।বাঘা থানা পুলিশ ১নং মোঃ দুলাল হোসেন (৩৬) কে ০১কেজি ৯০০গ্রাম গাঁজার গাছসহ আটক করে।আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
IPCS News Report : Dhaka : মোঃ ইফতে খায়ের আলম
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) : রাজশাহী।