সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মাঝে মাঝে কিছু ঘটনা ঘটিয়ে দেশের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেটঃ ১২:০৭ অপরাহ্ণ | অক্টোবর ২৫, ২০২১

নিউজ ডেস্কঃ

প্রধানমন্ত্রী বলেছেন, দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য মাঝেমধ্যে কিছু কিছু ঘটনা ঘটছে।এসব ঘটনা যে ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে, তা আপনারা সবাই টের পান।সেই সাথে অপপ্রচারও চালানো হচ্ছে।আজ ২৪ অক্টোবর, রোববার পায়রা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, যোগাযোগের মাধ্যমে দেশ এগিয়ে যাবে।আর কেউ পেছনে টানতে পারবে না।কিন্তু আমরা যতই ভালো কাজ করি, উন্নতি করি আর একটা শ্রেণি আছে যারা বাংলাদেশের বদনাম করতেই ব্যস্ত। এ দেশের স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক তারা সেটি চায় না ।তারা কী চায় ? দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে তাদের একটু কদর বাড়ে।সে জন্য তারা দেশের উন্নয়ন চায় না, দেশ টা কে তারা ধ্বংস করতে চায়।দেশবাসীকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।তিনি বলেন, আমরা করোনা মহামারি মোকাবিলা করেছি, টিকা দিচ্ছি।এ

দেশের একজন মানুষ ও টিকা থেকে বাদ যাবে না।সবাইকে টিকা দিয়ে যাতে নিরাপদ থাকতে পারে, সেই ব্যবস্থাও করব। স্কুল-কলেজ ধীরে ধীরে খুলে দিচ্ছি, যাতে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ায় কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয়।

শেখ হাসিনা বলেন, আমি নিজে উপস্থিত থেকে এই সেতুর ওপর দিয়ে যদি গাড়ি চালিয়ে যেতে পারতাম বা সেতুতে নেমে একটু দাঁড়াতে পারতাম বা একটু হাঁটতে পারতাম, তা হলে সত্যি খুব ভালো লাগত।

পায়রা নদীটা যদি দেখতে পারতাম, এই নদীতে সবসময় স্পিডবোটে চড়েছি। কিন্তু করোনার কারণে বলতে গেলে বন্দিজীবন কাটছে। সে জন্য আর সেটি হলো না। তবে আমার আকাঙ্ক্ষা আছে, একদিন গাড়ি চালিয়ে এই সেতুতে অবশ্যই যাব।

IPCS News : Dhaka :