মাকে হত্যা প্ররোচনার দায়ে সন্তানসহ আটক-২
আপডেটঃ ১২:৩৯ অপরাহ্ণ | এপ্রিল ০৬, ২০২২
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- গত ৩১ মার্চ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শাহিদা বেওয়া (৭০) নামের এক বৃদ্ধা।ঘরে মায়ের লাশ রেখে স্বাভাবিক চলাফেরা ও আচরণ করছিলেন বড় ছেলে হামিদুল ইসলাম ও তাঁর স্ত্রী আকলিমা খাতুন।এদিকে ওই বৃদ্ধার ছোট ছেলে বাড়িতে এসে মাকে ডাকাডাকি করলেও কোন সাড়া পাননি।মাকে দেখতে না পেয়ে সন্দেহ হয় তার।এক পর্যায়ে ঘরের ভেতরে গেলে মায়ের ঝুলন্ত লাশ দেখতে পান।পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার কর।এমন হৃদয় বিদায়ক ঘটনাটি ঘটে রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া গ্রামে।ওই ঘটনায় নিহতের ভাইয়ের ছেলে ইকবাল বাদী হয়ে ভাগ্নে ও তার স্ত্রীর বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার একটি মামলা দায়ের করে।মায়ের মৃত্যুর সেই ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ছেলে হামিদুল ইসলাম ও তাঁর স্ত্রী আকলিমা খাতুন পলাতক ছিল।
রোববার যোগীপাড়া ইউনিয়নের বীরকুৎসা রাজবাড়ির সামনের হামিদুল ইসলাম ও তাঁর স্ত্রী আকলিমা খাতুন ঘুরাফেরা করছিল।এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৫ এর একটি টহল দল তাদেরকে গ্রেপ্তার করে।পরে তাদেরকে বাগমারা থানার পুলিশের নিকট হস্তান্তর করে।সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ বলেন, নিহতের ভাতিজার দায়েরকৃত মামলায় ছেলে ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।