রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মহাশ্মশানের পাহারাদারকে হ’ত্যা

আপডেটঃ ১২:২১ অপরাহ্ণ | ডিসেম্বর ২২, ২০২৪

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- নাটোরের বড় হরিশপুর কাশিমপুর মহাশ্মশানে পাহারাদার তরুণ কুমার দাস (৬০)কে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার রাতের কোনো এক সময় তার হাত পা বেঁধে হত্যা করা হয়।২১ ডিসেম্বর সকালে শ্মশানের ভোগ ঘরের বারান্দায় তার হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় শ্মশানের অন্য কর্মচারীরা।নিহত তরুণ কুমার দাস শহরের আলাইপুর ধোপাপাড়া এলাকার প্রয়াত কালীপদ দাসের ছেলে।মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সত্যনারায়ণ রায় টিপু জানান, আজ সকালে মহাশ্মশান মন্দিরের অন্যান্য পাহারাদাররা আমাকে ফোন দিয়ে জানান যে, শ্মশানের ভোগ ঘরের বারান্দায় তরুণ কুমার দাসের মরদেহ হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছে।খবর শুনে আমি শ্মশান কমিটির অন্যান্য সদস্যদের সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা প্রত্যক্ষ করে পুলিশে খবর দেই।

তিনি আরও জানান, মহাশ্মশান মন্দিরের দান বাক্সের ভান্ডার ঘরের তালা ভাঙ্গা এবং গ্রিল কাটা।সম্ভবত তাকে হত্যা করেই এখানে মন্দিরের টাকা এবং বাসন-কোসন চুরি করা হয়েছে।নিহতের ভাই পলান দাস বলেন, তার ভাই তরুন দাস মানসিক রোগে আক্রান্ত হওয়ার পর বাড়ি থেকে আলাদা থাকতো।তিনি কিছুদিন ধরে কাশিমপুর মহাশ্মশানেই থাকতেন।

নাটোর থানার ওসি মাহবুবুর রহমান জানান, শ্মশানে একজনের হাত-পা বাঁধা মরদেহ পড়ে আছে এমন খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্মশানের ভান্ডার ঘরের মালামাল লুটের কিছু আলামত প্রত্যক্ষ করি।তিনি বলেন, সম্ভবত এই চুরি ঘটনাকে কেন্দ্র করেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।ধারণা করা হচ্ছে মূল্যবান বাসন-কোসনসহ চুরির কারণেই দেখে ফেলায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।